আধুনিক শিল্প সমাজে প্রথমবারের মতো শ্রমজীবী জনতার প্রত্যক্ষ অংশগ্রহণে একটি সমাজ গঠনের উদ্যোগ দেখা গিয়েছিল প্যারিসে, ১৮৭১ সালে। দুই মাসের স্বল্প সময়ের জন্য প্যারিস পরিণত হয়েছিল শ্রমজীবী মানুষের ইউটোপিয়ায়। শুধু প্যারিস বা ফ্রান্সেই নয়, পরবর্তী সময়ে প্যারি কমিউনের প্রভাব দেখা গেছে পুরো বিশ্বের সমাজতান্ত্রিক আন্দোলনের ওপর। প্যারি কমিউনের পরপরই আরো স্পষ্ট হয়ে ওঠে সমাজতন্ত্রের স্বাধীন ও কর্তৃত্ববাদী ধারার পার্থক্য ও মতবিরোধ। যে দ্বন্দ্ব ও মতবিরোধের জের টিকে আছে বর্তমান সময়েও। সেই ইতিহাসের পাঠ-পর্যালোচনার প্রয়োজনীয়তা তাই এখনো কমে নি। সেই তাগিদ থেকে, প্যারি কমিউনের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের এই আয়োজন।